দিনে দিনে বেড়ে ওঠে আশা গুলো সেই
ক্ষণে ক্ষণে হেরে’ যায়! হৃদয় তো নেই;
সাথী মন সুখে দুঃখে চাঁদ রাতটার
আলো আসে, আলো ভাসে- চোখে লাগে কার!
চারিদিকে খুঁজে চলে চাঁদমুখ আর,
চাঁদ আছে, (চাঁদ কই) হৃদয়টা কার!
কার পানে চেয়ে থেকে আলো কেড়ে নেয়
কেউ দেয়, কেউ নেয়! কেউ করে -হায়!
কেউ বাসে ভাল, তবে- শুধু তার তরে,
সময়টা চলে গেলে, মন কেঁদে মরে!
হাসি গুলো উড়ে যায়; সাদা মেঘ যেন
ক্ষণে ক্ষণে এই রূপ- বল, হয় কেন?
হোক শত অভিনয় আমি চাই তারে
ভালবেসে যাবে যে বা এ মানুষটিরে।
নিরবে ছুঁয়ে দেব সব দুঃখ, আর
হৃদয়ে সাজিয়ে নেব চাঁদমুখ তার।
দুহাতে জড়িয়ে নেব হৃদয়ের মাঝে
(মনে হয় সুর-গান সব হৃদে’ বাজে)।
(৩০ আগস্ট, ২০০২#১০৩)