. বৃষ্টিকে বলি, একটু শোন,
একটু সময় দাও জল মোছাবার!
ঘোলা জলে একাকার আজ মোর মন!
কাঁদবো কত? নিত্য আঁধার!
সান্ত্বনা চাই, শান্তির দ্বার।
একটু সময় নাও, সুখ অনুভূতি-
একা পথে মরি লাজে, ভিজে একাকার
কষ্ট ঘুচাও! একটু যতি!
বৃষ্টিকে বলি, শোনো সারথি-
একটু সাজাও মোরে, সুখ আহরণে,
মিছেমিছি মনে জাগে নীরব আরতি
ছুটবো কত! নিঃস্ব পরাণে!
সভ্যতা চাই, সভ্য মানুষ।
একটু সুখের লাগি, ছুটবে অদূরে-
দুঃখ যত মুছে নেবে হবেনা বেহুঁশ
স্বপ্ন সাজাবে, স্বপ্ন অনড়ে।
বৃষ্টি কি দেখে? বন্দী জীবন!
একটু আশার তরে, শুধু হাহাকার!
আশাগুলো মরীচিকা নাই তো যতন
আশার বাণী, কতটা আর!
মুক্তি তো চাই! মুক্ত হয়েই।
একটু নেশার ঘোরে, চোখ মুদে খুঁজি,
একা ঘরে পুড়ে মরি অযথা ভয়েই
হারিয়ে যাচ্ছি! আমি কি বুঝি?
(১৫ জুলাই, ২০০২# ৬৩)