.                                    একবার বলো;

আমি,
হাসি মুখে চলে যাবো  সোনার এ দেশ ছেড়ে,
ব্যথাগুলো নিয়ে যাবো  তোমার সে প্রেম নেড়ে!
           চোখ দুটো ছলো ছলো
          নিভে গেলো সব আলো
        কি হলো? কিছু তো বলো!
                         মেরোনা আমায়-
আমি
সব ব্যথা সয়ে যাবো  সব আশা ছেড়ে দেবো
          পারবোনা ছেড়ে দিতে
                         কখনো তোমায়!
                                   একবার বলো!
শুধু
বলে দেখ একবার  দেখ চেয়ে তার পর;
নেই কোনো বাঁধা আর  রুখে দিবে কে আবার?
              ভেঙ্গে দিয়ে সব জাল
              নিয়ে যাবো আমি কাল
                দেখবে সবাই হাল
                          চেয়ে চেয়ে হায়-
আমি
সব কিছু করে যাবো  সব বাঁধা ভেঙ্গে দেব;
             পারবোনা ভেঙ্গে দিতে-
                          তোমার হৃদয়!
শুধু, প্রেম-ফুলে ভরে থেকো মন বাগিচায়!


(১০ আগস্ট, ২০০২#৮৪)