. আজ, সব কিছু দূরে..
দূরে ঐ আকাশ!
আলোকের মায়াময় উৎস..
হৃদয়ের প্রথম ব্যাপ্তি!
চাওয়া না পাওয়ার সীমাহীন শূন্যতা।
সব কিছু দূরে...
দূরে, বহু দূরে...
আমার বাবা..!!
মা, তুমি কেমন আছো?
তুমি এ হৃদয়ে ই আছো-
ভালবাসায় আর দুচোখের মুগ্ধ তায়।
আমি হারিয়ে ফেলি নি কিছু
পাওয়ার ছিলনা কোন সুর!
দূরে ছিলো যা, সবই রয়ে গেল দূর-বহুদূর।
রয়ে গেল অধরা, এ হৃদয় তান!
দুহাতে সাজানো সে স্বপ্ন বাগান।
আমি মিছে চাইনি যে তারে...
এ হৃদয়ে ই আছে সব।
নিষ্ঠুর বেদনায় ঘুমন্ত কলরব!
ঘৃণায় ভরা ভালবাসার চাদর-
শত কষ্টের মাঝে মায়ের আদর।
ঘুমহীন চোখে চাঁদের আলো...
সব কিছু সুন্দর, সব কিছু ভালো...
শুধু আজ ভাল নেই আমার মন...
হাজারো স্বপ্ন কলায় ভাসে আশার প্লাবন-
আমি রয়ে গেছি নিস্তব্ধতা মুড়ে...
দূরে, আজ আমি বহুদূরে...