. এ আকাশ মেঘলা নয়-
মাঝে মাঝে মেঘলা রয়
বাদলের ঘনঘটা বিরহের ছিটেফোটা
একা একা পথে ছোটা- হয়তো ভয়!
ভয়গুলো ভয় হয়- নয়তো নয়।
এ আকাশ ভরা বিষে- রোনাজারি ছাপ!
এ তো অভিশাপ!
এ তো মহুয়া প্রলাপ!
তরুণের তারুণ্যতা- দেখে কি এ আকুলতা!
মুখে নেই কোন কথা- ‘সন্দেহ, শাপ’
দিনে দিনে বেড়ে চলে অজস্র পাপ!
এ অভিশাপ একলার নয়-
এ তোমার আমার অভিশাপ-
হৃদয় মাঝারে বাড়ে বিরহ বিলাপ!
চলো সামনে দাড়াই!
চলো দু হাত বাড়াই!
দিকে দিকে ছুড়ে ফেলি হুংকার, আর
নিজ হাতে ছিড়ে ফেলি ধ্বংসের তার।
যেন সুখের ছবি,
কলমের কোলে আসে- সাজায় কবি!
মূর্ছনা ভেঙ্গে দিয়ে জাগিয়ে তোলে
তামাম স্বপ্ন-আশা জোরসে বলে-
‘কাছে আসো, পাশে বসো- তোমরা অরুণ
নিজ হাতে সুখ গড়ো- তোমরা তরুণ’।
(৮ আগস্ট, ২০০২#৮০)