রংধনু রংঙে খুঁজি অপ্রাপ্তির চাওয়া গুলো
বৈশিক উম্মাদনে নয়
উড়োচিঠি নয়তো মন তবুও
উড়তে জাগে স্বাদ রংধনু সাত রঙ্গে হারাতে বৃষ্টি বিলাশ মুগ্ধতায় জলের প্রত্বিছবি অজানা অবায়ব দেখে চমকে যাই মন প্রশ্ন করে যাই আনমনে ভালো আছে তো মন দক্ষিনের জানালায় খীল মুক্ত আকাশে নতুনের আভাস ছিলাম যেথায় আছি সেথায় মুক্তির অপেক্ষায় কান পেতে শুনো তুমি শুনতে পাবে হাহাকার হাসিতে তুমি সুখি বোঝ বোঝনি কখনো কষ্টের ভাড়