দেহ পুইড়া হইলো অঙ্গার
রুহের কি আর মরন হয়
দুই চোখেরই নোনা জলে কাইন্দা
কি আর  সাগর হয়