লাশ কাটা ঘরে পড়ে আছে
অচেনা একটি দেহ কেউ জানে না
নাম কি তার নিথর নিঃপ্রাণ দেহ
কত চাপা কষ্ট থমকে
আছে লাশ কাটার ঘরে
কেউ নেয়নি লাশের খবর
লাশটাও আছে পড়ে
জীবন যুদ্ধে জয়ী আর
কয়জনই হতে পারে কারো কারো
ঠাই হয় লাশ কাটার ঘরে
রাত দিন সব এক মনে হয়
থমথমে চারীপাশ কাটা ছেঁড়া
দেহ নিয়েও জাগে বাঁচার স্বাদ
রাতের শেষে আলো হয়
করে দেয় প্রকৃতি উজ্জলময়
কারো আবার আসেনা আলো
অন্ধকারেই পড়ে রয়
লাশের কি আছে বলো কোন সম্মান
কাঁটাছেড়া করে ফেলে
রাখে ঘরে নেই যে তার দাম