চেনা ঠিকানায় অচেনা লাগে
ঝাপসা চোখে বিরাম হীন দৃষ্টিতে। ক্ষণিকের সুখের মোহে ভুলে যায় আপন পর।
পাচিরের কল্যাণে শিখেছি ব্যবধানের নিপুন কারুকাজ। শৈল্পিক চিন্তাধারা আসে না আর মনে জাগে না প্রেম ছলনার অন্তনীল।
আমি দেখেছি হিংস্রতার কালো ছায়া
ভেঙ্গে যাওয়া কিছু মন। ঝাপসা চোখে আধার দেখেছি দেখেছি বিবর্তন।