প্রিয় শীত পৌষের মাঝারী সময়ে
তুমি চলে আসো তোমার চেনা রুপে
পিঠা পায়েশ নানা পদের পিঠা ভালই
জমে খেজুরের মিষ্টি রসে ভরে যায় নিগ্ধ
সকাল শিশিরের ভেজা পায়ে হেঁটে বেড়ানো
প্রীয় অনন্দ ক্ষনে ভরপুর পাখিদের মিলন মেলা
মন মুগ্ধ কিচি মিচি শব্দে মনো উল্লাসে
গেয়ে উঠি আহা কি আনন্দ আকাশে বাতাসে
শীতের রোদেলা দুপুর মনে পরে যায় প্রিয়
শৈশব মায়ের বোকনি খেয়ে
গোসল করা মিষ্টি রোদে বসে থাকার মুহুর্তক্ষণ
হইহুল্লর আড্ডায় কাটানো বিকেল গুলো
ছিলো কতই না অনন্দময়
ভালোবাসার আরেক নাম প্রিয় শীত
তুমি রাঙিয়ে দিও প্রতিটি মন তোমার
পরশ দিয়ে ভরে দিও প্রতিটি সকাল
শিশিরের ছোঁয়া দিয়ে
দিগন্ত আর দিগন্ত জুড়ে তোমারই আহবান
ভালোবাসা ভালোবাসি
ভালোবাসাই মহান