এই পথ এই ঘাট  সব ঠিকই রবে
শুধু রবে না আমার বিচরণ।

স্বপ্ন গুলো সব স্বপ্নই রবে যা হবে না কখনো পূরণ।

সবুজ ভরা মাঠে পাখিদের
কলোরবের শব্দের  অনমনা কিছু সময়

বিকেলের খেলার ছলে
আসবো না প্রিয় বকুল তলায়
গাইবো না সেই সুরে  একাকী পথ চলা।

হইহুল্লর আর গল্প গুজব
থেমে যাবে এই রঙের মেলা
বর্ষার আগমনে মেঠো পথে কাদার  জলে
হাটবো না তো ওরে আর

জোছনা ভরা রাতে উজ্জল ঐ চাঁদকে
দেখে হয়তো হবে না কাব্যের নতুন কোন
সৃষ্টি

চাওয়া পাওয়ার ভিড়ে
না পাওয়ার হতাশাতে মন আর
হবে না রে ক্লান্ত

শান্তির নিড়ে ছেড়ে চলে যাবো খুব ভোরে
বিকেল কিনবা রাতে।

আমায় কেউ ডাকিস না তোরা
জাগবো না তো আর সেই ডাকে।