সেই অনেক দিন আগের কথা যখন আমি
ছোট্র ছিলাম অল্পতেই কেঁদে দিতাম
এখন আমি অনেক বড় চাইলেই যে আর
কাঁদতে পাড়ি না বুকে জমা
স্মৃতির অনল ভুলতেও পাড়ি না
এক পাশলা বৃষ্টির রিমঝিম শব্দে হারিয়ে
জেতে ইচ্ছে করে সেই সোনালী দিন গুলোয়
দুষ্টুমি আর খেলায় চাওয়া গুলো মলিন
হয়ে পরে আছে স্মৃতির ক্যানভাসে
ফেলে আসা দিন গুলো যে বড্ড কাঁদায়
নিঃসঙ্গ এই আমায় চোখে নেই জল তবু
কাঁদে মন স্মৃতির পোড়া দাহনে
বিষাক্ত মন হারিয়ে খুজি নিজেকে