একটি লাল পাঞ্জাবি নেই,
একটি হলুদ লাল পারও নেই।
একটি কৃষ্ণচূড়া অথবা একটি রাধাচূড়া ?
নেই সোনালী রোদ, পুরনো সেই মিষ্টি হাসি।
আমি জেগে সপ্ন দেখতে ভালবাসি।
আমার আছে একটি আয়না , তাতে নীল রঙের দেয়াল।
সন্ধ্যে হলেই কিছু ঘোরগ্রস্থ এসে বসে দেয়ালে।
কি জানি কি করে,
তাদের নাহয় ঘোরের খেয়ালে।
এখানে বসন্তের রং সাদা, চাঁদের আলো হলুদ।
এখানে ফুল ঠিক ফুটে উঠার মুহুর্তেই , ঝরে যায়।
বিষন্নতায় বসন্ত আগমন বার্তা।
বসন্তের কোকিল নেই , শুধু কিছু কর্কশ ভাষিনী।
ফাল্গুন এখানে আমন্ত্রিত নয়,
অপ্রত্যাশিত অতিথি।