কিছু অনুভুতি অব্যেক্ত থাকাই বাঞ্চনীয়,
আকাশের দিকে দীর্ঘশ্বাস নিয়ে চেয়ে থাকলেই দেখবে
কেমন হালকা লাগছে ,
বাতাস সব বের হয়ে যাবে।
একদিন সব ভুলের অবসান ঘটবে ,
হয়তো আমার অথবা তার।
সেদিন তার আকাশে মেঘ থাকলেও
আমি অবাক হব না,
আমি বৃস্টি হয়ে ঝরবো না,
শুধু আঁচল এর শেষে মিশে যাব,
এক ফোটা রক্ত অথবা কয়েক ফোটা নোনা জল হয়ে ।।
স্নিগ্ধতা হয়ে ঝরবো কিছু চিন্হের দাগে ,
অথবা কোনো নামহীন কবিতার শেষ লাইনে।
হটাত কোনো স্টেশনরোডে হলুদ আলোয়।
অথবা তোমার চুলের কাটায়।
আমি মুগ্ধ হতাম বার বার , কত শতবার।
মাঝপথে টাইটানিকের মত সবই আজ নিমজ্জিত ,
সময়ে, জোছনা ভর্তি বয়মে ।
হয়ত কোনো নেশার মাঝে লুকিয়ে গেছে,
তার নেশাও কেটে গেছে ,
তার আমিও কেটে গেছি !!!