এই যে নীল্ আকাশ ,
আমি আপনাকে বলছি।
রাত্রির নিস্তব্ধতা দেখেছেন ?
যেথায় কিছু ভ্রান্ত পথিক,
স্মৃতি হাতরে বেড়ায়।

তুমি তো সন্ধ্যার মৌনতা দেখোনি,
যারা বিকেলের মত ক্লান্ত ছবি আঁকে।
হ্যা আমি তোমাকেই বলছি,
তুমিও কি ভোরের সপ্ন দেখো,
যাহারা অপেক্ষার প্রহরে , পরিচিত শহরে,
নাগরিক চোখে জমে থাকে।

এই যে মেঘলা আকাশ,
শোনো তোমাকেই বলছি !

একাকিত্ত্বে বৃষ্টি দেখেছো,
যেথায় মেঘ থাকে চোখের তারায়,
দুচোখ বেয়ে ফোটায় ফোটায়,
কাব্য ঝরে বৃষ্টি ধারায়।

তুমি সেই ভালোবাসা দেখনি,
যেখানে সম্পর্কে আবদ্ধ হয়,
ক্যান্সার ও মনুষত্ব।
বিলীন হয়ে যায় হাজার পৃথিবী,
রয়ে যায় শুধু বন্ধুত্ব !!!
jarnov