নিসঙ্গ জীবনের হাত ধরে হেটে যায় স্বপ্নহীন বালক
হঠাৎ ল্যাম্পপোস্টের ঝাপসা আলোয় থমকে দাঁড়ায়
বসতে সময় নেয় কয়েক সেকেন্ড
তারপর মনযোগী হয়
নষ্ট জীবনের ভ্রষ্ট হিসাব কষতে
হায়! হিসাবের খাতা আজ বিবর্ণ চোখে তাকায়
হালখাতা করতে নারাজ বর্ণহীন কষ্টগুলো
ফিরে নিয়ে যায় তাকে জীবন শিকড়ে।
তবুও সে স্বপ্ন দেখতে ভয় পায়
যদি স্বপ্নগুলো বিশ্বাস ঘাতকতা করে
যদি স্বপ্নগুলো পূরণ না হয়
যদি আতুর ঘরে মারা যায় স্বপ্নগুলো।
বসে থাকে সোবহে সাদিক অবধি
তারপর ভোর হতেই একাকী
আবার গন্তব্যহীন পথ চলা
রাত নামতেই আবারো সেই ল্যাম্পপোস্টের
আবছা আলোয় থমকে দাঁড়ানো।
(স্বপ্নহীন বালক_জরীফ উদ্দীন)