আমি আজও হীমঘরে বন্দি; নিসঙ্গ কয়েদি
তুমি ইচ্ছে করলেই আমি হতে পারতাম মুক্ত বিহঙ্গ
অনিঃশেষে আমাকেই ছুড়ে ফেলে দিলে
অচল পয়সার মতো; মরা জ্যোৎস্নার কল্লোলে
নক্ষত্রের আলেয়ার খুঁজি আমি পরলোক পথ।
যে ক্ষতির কথা চিন্তা করে তুমি স্বার্থান্ধ; দিগ্ভ্রান্ত পথিক
হতে চাওনি ভাবের রথে। কষ্টগুলোকে করেছো হৃদয় বন্দি
আমি সেই কষ্টস্নাত মানব; মৃতলোকে এগিয়ে চলি হামাগুড়ি দিয়ে।
আমার প্রতিটা বাক্যালাপই তোমার কাছে তুচ্ছই ছিল
তুমি আমাকে মায়ার চাদরে জড়িয়ে রাখতে রাখতে
একদিন ঠিকই হাতে ধরিয়ে দিলে প্রস্থাননামা
আর আমি সব মেনে নিলাম নষ্ট নিয়তির ভ্রষ্টতায়।
(নষ্ট নিয়তির ভ্রষ্টতা _ জরীফ উদ্দীন)