আমাকে শত যন্ত্রণা দেওয়ার পরেও
তোমার কাছে বিলিয়ে দেই ভালোবাসা
তাই বুঝে গেছ প্রিয়তা তুমি হীন আমি অকল্পনীয়
জলহীন এই বসুধার মত; আমার হৃদজমিনে কর
মৌসুমে মৌসুমে কষ্ট আবাদ।
প্রতিনিয়ত ডালপালা বাড়ে চক্রবৃদ্ধি হারে
পরম যতনে সেই কষ্টগুলোকে লালন করি
তোমার ভালোবাসা ভেবে।

আমি জানি কষ্টগুলো একদিন জমা হবে আমার গোলায়
তুমি ঝেরে ফেলে পুরনো পালক
আবারো সাজবে মেহগনি কিংবা দেবদারুর মত
শোভা পাবে কৃষ্ণচূড়া, পলাশ, শিমুল
সুভাষ বিলাবে হাসনাহেনা, রজনীগন্ধা, বেলি
বিরহবিধুর কুকিলের কুহুরবে মুগ্ধ হবে
তোমার রাজ্যে তখন বসন্তরাজ
কলকাকলিতে ভরবে তোমার চারপাশ।

তখন আমি নিরুদ্দেশের যাত্রী হব
কষ্টগুলো আগলে রেখে তোমার চোখের আড়াল হব
তোমার থেকে দূরেই যাব; অনেক দূরে।