আমাদের বন্ধু হাবলুর
মনে বড় আশ
বই মেলাতে করবে সে
কাব্যগ্রন্থ প্রকাশ।
আমরা তাকে উৎসাহ দেই
বাছাই করে লেখা
টাকা ছাড়া হয় না প্রকাশ
যায় অনাগ্রহ তার দেখা।
অনেক বুঝিয়ে বউকে
ব্যাংক ঋণ নিল টাকা
প্রকাশ করল নামী প্রকাশনীতে
পকেট হলো ফাঁকা।
বই মেলা গেল কেটে
হাবলুর বই কিনল না কেউ
অন্যকে ফ্রি দেওয়া আর কত
বউটা করে ঘেউ ঘেউ।
মনের দুঃখে হাবলু বলল শেষে
কেন করল বই প্রকাশ মিছে।