মেঘের মায়া যাবে কেটে অবেলায় প্রিয়
দুঃখ করো নাকো
বৃষ্টি হয়ে পরবে ঝমঝমিয়ে তোমার রাজ্যে
মনে ভরসাটুকু রাখো।
মেঘের মায়া আকাশে দেখে ঘর পোড়ার মতো
বন্ধু করো নাকো ভয়
সকল অমানিশা কেটে যাবে অবশেষে
তোমারই হবে জয়।
জানো ওগো, তোমার মতই মেঘের মায়ার
আছে অনেক স্বপ্ন আশা
সম্মুখে তার মেঘের গর্জন, থমথমে মন
আড়ালে বুক ভরা ভালোবাসা।
মেঘের মায়া
জরীফ উদ্দীন