ফিরে এসো প্রিয়তমা
মহাপ্রাচীর সম বাধা পেরিয়ে
আমি তোমার জন্য প্রতিক্ষায় আছি সেই কবে থেকে।
যে ভালোবাসার জন্য একদিন জীর্ণ বুক বেঁধেছিলাম
সে ভালোসার জন্য আজ আমি বুকে অসহ্য যন্ত্রণা নিয়ে বেঁচে আছি
নিত্য ভালোথাকার মিথ্যে অভিনয়ে আজ আমি ক্লান্ত
দুচোখের অশ্রুর ঢল নেমেছে পাহাড়ী ঝর্ণার মতো
আমি হিমালয়সম মন টাকে বুঝাতে ব্যর্থ হয়েছি।
তুমি যে ভালো থাকার জন্য আজ আমাকে
ছুড়ে ফেলে দিলে অচল পয়সার মতো
সত্যিই কি ভালো থাকতে পারবে?
যাদের মুখ পানে চেয়ে মেনে নিলে নিজের ভাগ্য
তাদের ভিরে কি একবারো মনে পরেনি
আমাদের এক সাথে চলার স্মৃতি-বিস্মৃতি দিনগুলো?
ক্ষণিকেই কেমনে ভুলে গেলে প্রিয়তমা আমার
আমি ভাবতেই পারিনা।
আমি চাই তুমি ফিরে এসো সেই প্রথম দিনের মতো
আমি চাই তুমি আমাকে ভালোবাসো সেই প্রথম দিনের মতো
আমি চাই তুমি শুধু আমারই হও
আমি চাই তুমি পাশে থাকো জীবনের শেষ দিন পর্যন্ত।
জরীফ উদ্দীন
২৯/০১/২০১৮ খ্রি.
দুপুর ১.০৫ মিনিট