কাল বিভাবরীতে চন্দ্রগ্রহণ হয়েছিল দীর্ঘক্ষণ
ব্রহ্মাণ্ড থেকে হারিয়ে গিয়েছিল গৃহত্যাগী জ্যোৎস্না
আমারো খুব ইচ্ছে করেছিল এমন করে হারিয়ে যেতে
ভুলে গিয়ে নষ্ট স্মৃতি আর মায়াময় পিছুটান।
রক্তিম চাঁদের মতো এই মুখ মিশে যাক ত্রিযামায়
কেউ যেন না পায় খুঁজে ভূলোকের কোনো বিন্দুতে।
শেষ রাতে চন্দ্রগ্রহণ শেষে নিশাচর আবারো
হেসে উঠেছিল খিলখিল করে
মুছে গিয়ে সকল কালিমা
বারবার পরাজয়ের পর রবার্ট ব্রুস হয়তো
জয়ের নেশায় হেসেছিল প্রিয় স্কটল্যান্ড পেয়ে।
অথচ আমার একটুও হাসি পায়নি চাঁদমুখ দেখে
ইচ্ছে করেনি মা এসে ললাট ছুঁয়ে বলুক
"আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা
চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা।"