তুমি যখন বৃক্ষ হত্যা কর
তোমার কোন অনুশোচনা হয় না
তুমি ভাব এই বৃক্ষটি অন্য দশটির মতোই
তুমি বুঝতে পার না তার বাচাঁর আত্মচেষ্টা।
বৃক্ষকে কি দিলে তুমি?
না ভালোবাসা; না করুণা
তুমি বৃক্ষের গলায় দড়িহীন ঝুলে
তোমার ভবিষ্যৎ নষ্ট করতে চাও না
এই তোমার বৃক্ষপ্রেম!
অথচ তোমার জন্য বৃক্ষটি মৃত্যুপ্রায়
ঢালো প্রেমাজল কাছে এসে, নাও বুকে টেনে
বৃক্ষটা হউক সজিব খুশির বানে।