মেঘের মিছিলে দান করলাম কফোঁটা অশ্রু
তোমার শহরে বৃষ্টি হয়ে নামুক শ্রাবণের বিকেলে
হাত বাড়িয়ে স্পর্শ করিও খোলা বারান্দায় দাঁড়িয়ে।
নিসঙ্গ পথিকের ভান্ডারে এছাড়া আর কিছু নেই
যা ছিল সব গ্রাস করেছে সর্বনাশা ব্রহ্মপুত্র।
বারবার চেয়েছিলে তোমার জীবন থেকে আমাকে সরাতে
রঙিন স্বপ্নে বিভোর হয়ে সোনালি ভবিষ্যৎ প্রত্যাশায়
অথচ তোমাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে বাঁচতে চেয়ে
আমি হামাগুড়ি দিয়ে হেঁটে যাই মৃত্যুলোক।
অবশেষে তোমাকে মুক্ত করে দিলাম সকল বাঁধন ছিঁড়ে
ডানা মেলে দাও স্বপ্ন উড়ান; ভেদ করে সীমান্ত কাঁটাতার।
ভালো থেক, স্মৃতির বাতায়ন থেকে মুছে ফেলে আমাকে
এই জীবনে ক'জনকেই বা রাখা যায় হৃদয়ের কোঠরে!
জানি, মনে রাখার মতো দিতে পারিনি কোন শুভক্ষণ
তাই বলব না ভুলে যাও নষ্ট অতীত; নিয়তির খেলায়
হাজার তারার মাঝে খুঁজে নিও আমাকে কোন শুক্লা রজনীতে।