অবশেষে একদিন হারিয়ে যাবো
পূর্ণিমার ভরা জোৎস্নার প্লাবনে
সবুজের সঙ্গে মিতালী করে
মাতাল হাওয়ায় ভেসে।
কেউ জানবেনা
আসবেনা বিজ্ঞাপন পত্রিকার পাতায়,
স্যাটেলাইট কিংবা জাতীয় টিভি চ্যানেলে
বড় করে ছবি সহ প্রচার হবে না
"সন্ধান চাই
গত....... তারিখে
কোন এক সুযোগ্য সময়ে
হলুদ পাঞ্জাবী পড়া, খালি পায়ে
এক আত্মভোলা তরুণ হারিয়েছে।
যদি............।"
এমনকি তুমিও জানবেনা।
খুঁজবেনা আমাকে দুষ্ট স্মৃতিতে
স্বপ্নের ভিরে তেপান্তরের মাঠে।
অামার কথা পরবেনা মনের বাতায়নে
চোখ দুটো উঁকি দিবেনা হৃদয়ের জানালায়।
ভুলে যাবে কেউ বাস করত তোমাতে
যে তোমাকে ভালবেসেছিল পাগলের মতো
তোমার ভাল চেয়েছিল স্বার্থহীন
তোমার সুখের জন্য হারিয়ে গেল
কোন দূর নীলিমার পানে চেয়ে
গোধুলীর বুকে সাঁতরিয়ে
এক আত্মাভিমানে।