কাঁঠালের হলুদ পাতা ঝরে পরে শেষ রাতের ক্লান্তিতে;
ভোরে ডেকে ওঠে ঘুমভাঙানি পাখি
আর আমি ভুলে যাই একরাত্রির দুঃখবিলাস।
আঁখিপাত হয় সদা কে রাখে তার খবর?
যেমন মান্দারের ডালে ডাকে পেঁচা গভীর বেদনায়!
কামরাঙার গাছে আজ বসে না শালিক; খাঁখাঁ পরে ডাল খানি;
শুন্য যে হৃদয়ে পেতেছি আসন; তাও পরে রবে!
বেদনায় লাল হবে শীতের শিমুল!
আমি চলে যাবো কোন দূর অজানায়; পাবে নাকো খোঁজ
জীবনের বাঁকে থামবে না তোমার কোনো কোলাহল
সব কিছু রবে ঠিক; শুনবে সে দিন আনমনে দোয়েলের ডাক!