আমাদের দুর্দিনে আমরাই কাঁদি
তোমরা থাক অনেক সুখে,
দারিদ্র্য শীর্ষে আমরাই আছি
তিনবেলা পেটপুরে খেয়ে না খেয়ে।
আমরাই জলে ডুবি বর্ষায় ভাসিয়ে ১৬নদী
পুড়ে হই কালো, উত্তপ্ত রোদে।
থরথরে কাঁপি গরমের লাগি, সকাল রাতে
হাড় কাঁপানো কনকনে শীতে।
বাসের সাদে অামরাই উঠি বন্ধু
মফিজ-মদন আমাদের নাম,
আমাদের নিয়ে রচিত হয় সদা
কবিতা-গল্প-কলাম-গান।
আমাদের দিয়ে বাঁচে বছরের পর বছর
হরেক রকম শান্তিকামী এনজিও,
ঋনের বোঝা চাপিয়ে দিয়ে মাথায়
কেরে নেয় ওরা সর্বস্ব।
আমাদের আছে ভাওয়াইয়া গান
কাজল ভোমরা, ওকি গাড়িয়াল ভাই
সবখানে দেখ আমরাই আছি
অথচ আমাদের কিছু নাই।
চিনতে কি পেয়েছো আমাদের?
কোথায় আমাদের বাড়ি?
আমাদের আছে বেত-বাঁশ শিল্প
আমরা মৃৎপাত্র সুনিপুণ হাতে করি তৈরি।