দাউদাউ করে আগুন জ্বলছে বুকে
প্রতিশোধের নেশায় মত্ত ওরা
আজ কোন শালিস নয়
আজ যুদ্ধ হবে রণগীত গেয়ে
দিবালোকে সাইরেন বাজিয়ে
তেপান্তরের মাঠে সমুখ যুদ্ধ।
ঢাল-তলোয়ার, তীর-ধনুক দিয়ে
মোকাবেলা করা হবে অসুরদের
কোন ভয় নেই আজ।
আজ যুদ্ধ হবে
সত্য-অসত্যের যুদ্ধ
ন্যায়-অন্যায়ের যুদ্ধ
মজলুম-জালিমের যুদ্ধ।
যুদ্ধে না হয় পরাজয়ই হবে
তাদের, ন্যায়ের।
সত্য না হয় লুটাবে ধরাতে
শুনাবে চির বিদায়ের ঘন্টাধ্বণি,
না হয় মৃর্ত্য অালিঙ্গন করবে
বিনা আমন্ত্রণে রাক্ষস বেশে,
তবুও কোন আপোষ নয়
আজ যুদ্ধ হবে যুদ্ধ।
এভাবে আর কত দিন
অত্যাচার সহে বেঁচে থাকা যায়
তার চেয়ে বীরের মত লড়ে
বাঁচলে গাজি মরলে শহিদ।
আজ যুদ্ধ হবে যুদ্ধ।