আজ তুমি নেই কাছে তবুও হৃদয়ে আছো
         আছো শিরায় শিরায়।
মন মেতেছে আনন্দে, তুমি আসবে বলে
      ভাবি তুমার আগমন নিরালায়।
বসে আছি একা একা নির্জনে অনুরাগে
          মিলনের প্রস্তুতি লয়ে।
এসো এসো হে প্রিয়া খরায় বর্ষণ সম
       বহু দিন আছি বিরহ সয়ে।
দেহ বল আজ সকলি ঠেকছে শ্রান্ত
    এক অনন্ত আনন্দ অনলে
বিবশ কিরণ পড়ছে প্রাণে রয়ে রয়ে
        শুধু তুমি আসবে বলে।