যতক্ষণ সূর্যের আলো পৃথিবীকে আলোকিত করে
ততক্ষণ যে সময় তাকেই তো বলে দিবস
আর দিবসের অষ্টম ভাগের প্রতিটি ভাগ
যাকে বলে প্রহর সেই তো করেছে আমায় বিবশ!
কেননা এক প্রহর ভেদ করে যখন দ্বিতীয়ের প্রবেশ
তখন তৃতীয় করে তার প্রহার, লয়ে অংশুমালী;
ছায়ায় মায়ার খেলা সকাশে নিদারুণ অমোঘ
না পুবে, না পশ্চিমে মধ্যগগনে ভানু সাজিয়েছে ঢালী।
প্রহারে ঘায়েল তনু নেই শীতল ক্যাবিন চিত্ত কার্যালয়ে
রক্তিম আভা বেড়েই চলছে নীরক্ত মনের অদ্য ভবনে
অনিল স্রোত সলিল মাঝে, অরণ্য আধ্যান সুপ্তি থরে
শমে না আর তপ্ত হৃদয়, সূর্য যে এখন মধ্যগগনে।।