সূচী
দিনের শেষে খেলা করতাম
কদম তলার মাঠে
যেই সময়ে সূর্য দেব
মাত্র গেল পাঠে
চোখ বেধে খুঁজে বেড়াই
কত না খেলার মজা
বাড়ি ফিরে নিয়ম মতো
পেতাম মায়ের সাজা
সন্ধ্যা যখন ঘনিয়ে আসত
নিয়ে যেত টেনে
হাত মুখ ধুয়ে পড়তে হত
কঠোর নিয়ম মেনে
পড়ার খেলা শেষ হলে
খাওয়ার খেলা শুরু
ধীরে ধীরে ধাবিত হত
চোখে ঘুমের গুরু
খানিক সময় চিন্তন সেরে
নিদ্রা ই যেতাম চলে
একেবারে চেতন ফিরত
প্রভাত হবার কালে
আবার হত সূচনা
নিয়মের সময় সূচী
চলরে ভাই পরের মনে
ব্যতীত নিজ রুচি