দুদিন আগে যে ছিল শংসিত সুললিত
আজ সে পরিত্যক্ত।
বিবেক বর্জিত সে আজ অহং এর সকাশে।
নিদারুণ প্রকট হয়ে আপন কর্মে বরণীয় হয়েও হতে পারেনি।
এক রিক্ত মানব উঠে গেল নভস্থলে আপন গুণে-
বিবেক যুক্ত হয়ে।
তাই উচ্চারি
যেথায় যবে হারায় চেতন অচেতনের বশে
পড়বে চরবে উড়বে গগনে পড়বে ই একদিন খসে।