হাত চুবিয়ে নাড়া দিয়ে করলে ঘোলা জল
স্বচ্ছ অস্বচ্ছের গড় মিলে এখন বসন্তে বর্ষার ঢল
জল আমার নির্মল ছিল স্থির ছিল তার গতি
আকাশ পানে দৃষ্টি হলেও মন ছিল তোমার প্রতি
হটাত একদিন সাঁতার কাটলে হৃদয় সাগরে এসে
এক সাঁতারে জোয়ার উঠে সমস্ত গেল ভেসে
শেষে তুমি স্নান সেরে চলে গেলে তীরে
সেই যে গেলে আজ এখনও এলে না আর ফিরে
মেঘের কাছে বারতা পেলাম উজানে তোমার অয়ন
আর আসবে না ভেবে আমার অশ্রু সজল নয়ন।
রাগ পাঠালে সমাচারে সঙ্গে আবছা আভাস
প্রেম পথের বিজ্ঞাপনে জানলাম তোমার আভাষ
আসবে আবার ধরে নিয়ে ফিরলাম আগের বেশে
যদি একটু সোহাগ ছাড়ো মিষ্টি হাসি হেসে...।