আড়ালে রেখে কি লাভ
যদি দ্যাখা ই যায় দূর হতে?
রসের কথার কি দরকার
যদি রসিকতায় না মজে?
কি লাভ বিদ্যা বুদ্ধির
যদি পশুত্ব না ত্যাগে?
আরে আমরা তো তুমার মতো নয়
যে সবখানেতেই লাভ খুঁজি
তায় আমরা বিনা লাভে ই করি এসব
হয়ে থাকি পাজি!
হেসে চলে গেলেন পাড়ার বকাটে ছেলেটা
আর শিক্ষক মহাশয় হা করে ভাবনায় মগ্ন।