সত্যের জয় হয় মিথ্যের পরাজয়ের পরে
কিন্তু আগে পর্যন্ত মিথ্যের কাছে হেরেই থাকতে হয়  
যতক্ষণে সত্য হয় জয়ী প্রমাণিত প্রকাশিত
তখন যার জন্যে প্রকাশ তার কাছে তা এক অর্থহীন প্রলাপ
সে আর নয় জীবিত সে প্রাণহীন রিক্ত এক অসহায়
সত্যের স্থান তখন মিথ্যার গ্রাসে সমুদ্র তলে আত্ম গোপন সম  
কেননা তখন সত্যিটা তাকে আরও ক্ষত বিদীর্ণ করে তুলে
তখন সত্য সবি মৃত মূঢ় আর অসাড় লাগে
কৃত্রিম সত্য কে নিয়ে বাঁচতে চায় ভুক্তভোগী নিরালায়।

সত্য লুকিয়ে থাকে ক্ষমতার আড়ালে নিরুপায়ে
ক্ষমতাই চির কিংবা ক্ষণিক সত্য সর্ব কালের  
তা আমরা সকলেই আপত্তি করেও কিছুক্ষণ বাদে নিই মেনে
যার কাছে সমস্ত কিছু মাথা করে নত
যা চলছে নিরন্তর শাশ্বত সুদূর ইতিহাস হতে
জানিনা থামবে কিনা বা থামাবে কিনা?
চেয়ে আছি জয়ের দিকে পরাজয় সয়ে
আর সত্য কাঁদে ক্ষমতার ছোবলে আড়ালে।