প্রখর রোদে ঝরে গেল
একটি আধমরা ফুল ডাল হতে
পাশের ডালে ঝুলে থাকা এক কলির
ভীষণ হাসি পেয়েছে তাতে ।
ঝরতে ঝরতে ঝরা ফুল বলে
হে প্রাণ প্রিয় কলিকা
আজ আমি ঝরা ফুল
নিতান্তই ভূতলে একা।
তবে আসন্ন সেই মলিন সময়
তুমার তাজা প্রাণে পড়বে রেখা-
দেরি নয় খুব শিগ্গির হচ্ছে
তোমাতে আমাতে দেখা।
আজকের দুনিয়ায় অতি অনুবন্ধী
উক্ত ফুল আর কলিকার কথা
অবিকল ধারায় চলছে বাস্তবের ঐ
পাশের বাড়ির নেতা।