দূর হতে কেবল শুনি শাণিত বিনিময়ের বাণী  
আড়ালে আবডালে অভিমানে শানাচ্ছে অন্তর্যামী

তবে কেন এখন এমন নিরক্তি, এমন নির্বাক জাতিস্মর?

শমিত অপগত মর্মাহত আজ কাঁপছে কণ্ঠস্বর।
তবুও যেন--
বলবে কিছু কথা; আমাদের বদলে গাইবে কিছু গান

থমকে আছে কিছু বলবে বলে
হয়তোবা কিছু দেখবার ছলে?
মেঘের অন্তরালে রয়ে মৌন ভাসমান।


নিখিল ভুবনে পড়বে ছড়িয়ে সেই অপেক্ষমাণ আলো
সরাবে তাকে, তাকে যে শাসিয়ে নিভা লো।

চুপিসারে দৈব কথার এমনই ভবিতব্য
হে পরম প্রিয় ---
আমরাই প্রাচীন এই ধরায় আমরাই আবার নব্য।

তোমি বলেছিলে সেথায়-
নতুন ভোরের সূর্য দেবেই একদিন উঁকি পূব আকাশে  
বলেছিলে সয়ে থাকো এখন তবে এমন অসহন সকাশে  
ছোঁয়াবে তার রক্তিম আভা
এ চির নয়, কেবল এক ক্ষণিকের প্রভা।

এও বলেছো
আপন কর্মে আপন ফল পোহাতে একদিন হবেই  
ফিরতি পথে আকাশ জুড়ে
মধুর বাদল একদিন বইবেই

হে ভারত  হে জ্যোতির তনয়
নিজ তেজে নিজ গৌরবে কাটবেই এহেন ভয়
পুণ্য ভূমির পুণ্য ফলে হবেই এই শস্য শ্যামলার জয়

হে পরম প্রিয়,  
তাই রেখো অবিচল থাকবো তোমার সুশীতল ছায়ার তলে
ফেলবে ভানু রঙিন দ্যুতি, খেলবে কমল নির্মল সরোবর জলে।