পথ অনন্ত। সীমাহীন তার প্রান্ত।
সেই পথের পথিক হয়ে
কেউ চলছে প্রান্ত পানে
কেউ বা প্রান্ত হতে;
সুষুপ্ত কিংবা বিনিদ্র হালে
মাঝে মধ্যে রাস্তায় দেখা
তখন একটাই পরিচয় থাকে,
সে পথিক।
কেউ মানে কেউ মানেনা
রাস্তা হাসে
দেখে শেষ ও শুরুর প্রভেদ।
আবার মাঝে মাঝে পাল্টাচ্ছে তার
রীতি নীতি ধারণ ধরণ
ঐতিহ্য নান্দনিকতা ঐশ্বর্য
পথের স্থান কাল অনুসারে।
কিন্তু, মানি আর না মানি
পরিচয়টা বদ্লায় না-
সে পথিক।
যেরকম কাক, মানে আর নাই বা মানে;
সে যে কোকিলের মা নয়-
এটা মিথ্যে হতে পারেনা
এটা আলবাত সত্যি।