ছিলাম আমরা জোটে খেলতাম কত ছুটে
খোলা মাঠে মুক্ত অনিলে।
দলে দলে একত্রে ঘুরতাম যত্রে তত্রে
চেনা অচেনা সবাই মিলে।।
পড়তাম খেলতাম চলতাম আমরা রঙ্গের উল্লাসে
সেই কথা মনে পড়ে নিমেষে হৃদয় যায় আবেশে
ছিল দল শতে শতে সবাই গেল আপন মতে
ক্রম বিপর্যয়ে দুর্যোগে
বর্ষে বর্ষে বিভাজনে নেই কেউ আর একি সনে
কেহ কাজে কেহ উদ্যোগ
শেষে আজ এসে পৌঁছলাম এমন দায়িক বয়সে
যেদিকে তাকাই অবাক লাগে লিপ্ত গুণে আর দুষে
এক ছেড়ে দুই ধরি বেছে বেছে গলে পড়ি
ভাগ্যের লীলা খেলায়
জগতে চলতে গেলে কত কিছুর দেখা মিলে
সৃষ্টি কর্তার নিরংশ জেলায়
যার মাঝে যার সাজে নিখিল অখিলে আপন আপন সুর
সবার কাছে সবাই আপন সময়ে অসময়ে পাড়ি বহুদূর