বৃষ্টি বৃষ্টি বৃষ্টি......
বর্ষা নয় শরতেও গগন জুড়ে মেঘ
চারি দিগন্ত মেঘে ঢাকা
ঝরছে অহর্নিশি।
কোথাও সূর্যের ছিটে ফোঁটা নেই।
মেঘ কিছুতেই থামছে না।
যেদিন থামলো সেদিন আর সূর্যের প্রয়োজন ছিল না
অপেক্ষিত বস্তুর ততক্ষণে প্রাণ বিয়োগ।
অপেক্ষিত সজীব উপেক্ষা সয়ে আজ মৃত নির্জীব।