রং লাগিয়ে মোর প্রাণে কেন রাঙালে ধূসর হৃদয়
এ কেমন প্রেম জাগালে ক্ষণে আনন্দ ক্ষণে ভয়!
যোগ বিয়োগের খেলা এমন
ভাবি যেমন লাগেও তেমন
যেন আমোদ শিরায় প্রমোদ ধারা ডেলা বেঁধে রয়।
প্রশমিত প্রাণ মোর নিত্য কেবল দেহই অধিষ্ঠান
বিহ্বল মন দেহান্তরের আশায় রত সদাই আনচান
ফিরে না মন কেন তোমা হতে
অবজ্ঞা যদি হয়ও শতে শতে
এ কেমন বিবশ অপ্রবোধনীয় শুভ্র অসমাধান?