সমাজের পরতে পা রেখে বসন্তের পাতাগুলো উঁকি মেরেছিল।
কচি ঝকঝকে পাতা। নিষ্কলুষ নিষ্পাপ নির্মল।
জীবনের মাঝ পথে গতি থেমে গেল।
এদিক ওদিক সব দিক মাথা ঘুরিয়ে বাঁচার স্পন্দন নিরক্ষনে ব্যর্থ ফেরে।
আলো হাওয়া রস খনিজ সবি পেল মূলে
পেল না বাঁচার সালোকসংশ্লেষ চালানোর যথার্থ উপকরণ
আলো, অতি আলো পোকা মাকড়ের আর নিজ দোসর পত্রের বেমানানে
জীবনের মাঝ পথে গতি গেল থেমে ।
কোথাও সুনিপুণ স্নিগ্ধতা খুঁজে না পেয়ে--
আগাছার আবডালে নিজেকে সঁপে দিল;
বনে গেল আগাছার সেনানী।
বসন্ত পেরোতে পারলো না, ডুবে গেল
সমাজ ক্ষতের গভীর খাঁদে;
মাঝপথেই ঝরে গেল আগামীর মুকুল বিচিত্র গ্যাঁড়াকলে
জীবন গেল থেমে অকালে অদ্ভুত অন্তর্জালে
এভাবেই ঝরে যায় সবুজেরা অমৃত বিষ জলে।