আজকাল মানুষ ভীষণ ব্যস্ত
কি দিন কি রাত সদা-সর্বদা অনিবার
রবির ভোর হতে গড়িয়ে হয় রাত্রি শনিবার
যখন যেখানে সেখানেই থাকে কাজে ন্যস্ত
আজকাল মানুষ ভীষণ ব্যস্ত।
তবে কি করে কীসেই বা করে এত সব তারা জানেনা
সময় পায় না গৃহ কাজের, গল্প পড়ার, গান গাওয়ার
মশগুল মন কাজে, সময় নেই আত্মীয় বাড়ি যাওয়ার।
তবে আর যাই হোক মোবাইল আবার ছাড়ে না।
দিন কেটে যায় সময় পায় না, কিসে তারা জানেনা।
মানুষ আজ বড়োই ব্যস্ত সময় অতি অল্প
দিনের শেষে প্রমিত হিসেব কষলে দেখায় ঊন হয় ফল
সিক্ত হল সারা দেহ তবুও অজানা কত গড়িয়েছে জল
ব্যস্ত ছিল ঠিকই তবে অজ্ঞাত সেই গল্প
মানুষ আজ বড়োই ব্যস্ত সময় অতি অল্প।
দিনের শেষে মনে জাগে নানা কৌতূহল
কি কাজে ব্যস্ত ছিলাম ব্যর্থ নিরীক্ষণে
কেন হয় এমন হেঁয়ালি আমার সনে
ভেবে পায় না কিসে মগ্ন কি কাজই বা হল!
এত ব্যস্ত এত ন্যস্ত তবুও অসফল-
দিনের শেষে মনে জাগে নানা কৌতূহল।