কে যেন চালিকা শক্তি হয়ে চালাচ্ছে পেছন থেকে
সত্যকে মিথ্যায় মিথ্যাকে চালিকায়
ঢাকবার চলছে অবিরাম প্রয়াস কল কাঠি।
বৃষ্টি আধ পথে এসে থেমে আছে বায়ুর অপেক্ষায়
তর্জন গর্জন চলছে নিরন্তর গগনে
ঝিলিক ঝিলিক চম্কাচ্ছে বিদ্যুৎ ঘর্ষণে,
তবে বৃষ্টি নামতে পারবে কিনা ধরায়
নাকি মাঝ পথেই শুকিয়ে যায় আরবার
তাই ভাবছে লোকসমাজ ধরাতলে।
ফুলটি হালকা শিশিরে ফুটে গেছে ভোরে
গাছটা মিটমিটে বৃষ্টির অকালে দুর্দিনে
মালীরা কিন্তু থেমে নেই কদাপি
ফুল নয় শুধু, ডাল পাতা সবি কুড়চ্ছে।
ফুল বিদীর্ণ হৃদয়ে বিনয়ে নিবেদন করছে
কিন্তু চালিকা শক্তি যে ভয়ংকর শক্তিশালী
কেউ তাকে থামাবার নেই, সে তো আপাতত সর্বশক্তিমান
আর বৃষ্টি তো এখনও আকাশে।
দুর্বার গতিতে চলছে কল কাঠি ক্ষমতার জোড়ে ছেড়ে বিচার
যুক্তি তো লোপ পেয়েছে মস্তিষ্ক অসাড় বারি বিনে।