মন তোমি তো চঞ্চল
এটাই তোমার বল ।
চঞ্চল যদি না হতে তোমি মন
তবে, ভালোবাসা, ভালোলাগা
এ সবের কি প্রয়োজন?
ওরে মন,
তোমি শেখাও পাগলপনা
প্রেমের প্রাণের মনের আনাগোনা
যদি হও চুপ, নাহি তাড়িত
রন্ধ্রে রন্ধ্রে প্রেম হতো না অবারিত
তোমি হয়ো না চুপ ক্ষান্ত, যদি হও-
সর্ব শক্তি দিয়ে ঘিরবে তোমায় ভ্রান্ত
তখন তোমি নিতান্তই হবে ক্লান্ত।
যার শেষ হয়ে উঠবে অশেষ।
তাই বলি পাও ব্যথা লও ব্যথা
তবে- সহিবার তরে
জাগাও শক্তি অন্তরে।
হে চপলা চঞ্চলা হে মূঢ় মতি
পাবে ব্যথা সইবে কথা নারিবে ফেলিতে
শাশ্বত যতি
এই হোক তব স্তুতি
মুক্তি দিতে।