সুদূর অতীতে ছিল নির্মল আকাশ
ধীরে ধীরে বইত কত মলয় বাতাস।
আজ বইছে উন্নতির পালা
হয়ে জীবন বিমুখ
উদয় হোক শুভ চেতন
কাটুক মনের অসুখ
আসুক ফিরে মলয় বাতাস
আরও শ্রীবৃদ্ধি শক্তি
হোক ধরণী রোগ মুক্ত
লয়ে অগণ্য প্রযুক্তি।
আলোয় ভরা ধরাতল ফিরে যেন পায়
সবুজায়ন উন্নয়ন দ্বয় হোক অভিপ্রায়।