নকল করেছে দখল মানবের সকল দিক।
নেই খালি কোন স্থান তোমার হাত থেকে-
শূন্য জলে কিংবা স্থলে, হাট বাজার শিক্ষালয়
নয় বাকি এমন কি দীক্ষালয়!
অধর্ম কি ধর্ম সবখানেতেই তুমার রাজ
তুমি বড়ো প্রিয় সকলের
গুণী জ্ঞানী অজ্ঞানী সবেতেই তুমার বিচরণ।
মিথ্যায় তুমি আবার নকল নও
সেখানে তুমিই খাঁটি।
তুমিই আসল আর সবি নকল
যেখানে ভর করেছে দুরাচার
অমানুষের দল।
প্রাণ খুলে ছিটকে পরেছে দেহ হতে
নিষ্প্রাণ দেহ যান্ত্রিক হৃদয় লয়ে
বসবাস করছে পাষণ্ড বাক্সে।
বাক্স আসল দেহ নকল
তাই হৃদয়ের কথা শুনে না শরীর
শুধু নকলের গোলামি করে বেঁচে থাকতে চায়
আসল মিথ্যা লয়ে।