ডেকে বলে বৃষ্টি শুন হে প্রবল পবন
তব কারণে মোদের মাঝে ঘটে সদা রণ।
মহা শূন্যে মহানন্দে থাকি নির্জন ভুবনে
ছোটা ছুটির নেশা তুমিই আনো মোর প্রাণে।
তুমি যদি না থাকতে আকাশ নিকেতনে
ঝিরঝির রবে শান্ত হয়ে ঝরতাম ক্ষণে ক্ষণে।
লোকালয়ে জানতো আমায় নিপীড়নের প্রাণ
তুমার চেয়ে আমার প্রতি বাড়ত ওদের টান।
সোচ্চারে পবন কহে ওরে মূর্খ জলধর
আমি বিনা তোমার বন্ধু কে রাখতো ভর ।
আছি বলে আমি বন্ধু ভেসে বেড়াও হেসে
মেঘ লয়ে অনটনে থাকতে কোথায় ভেসে?