পাড়ায় কেউ কেউ ওকে নষ্টা বলে ডাকে
বলি নারী
তুমিই কেন শুধু হতে যাবে নষ্টা?
নষ্টা কি তুমি আপনি ই হয়ে গেছো?
কোন এক মানুষের মুখস ধারি
অমানুষ পুরুষের দ্বারা ই তো?
পুরুষ টা ছুঁয়েছে বলেই নারী তুমি নষ্টা!
তুমি যদি হও নষ্টা তাহলে পুরুষ কেন হবেনা?
আজ যে কারণে তুমি সবার কাছে নষ্টা
সমাজে অগণ্য লাঞ্ছিত অপমানিত
তার কারণ তো সেই পুরুষ টা!
দুধে দই পড়েছে বলেই দুধ দই হয়েছে;
দুধ তো ভালো পবিত্র ছিল
দই তো করলো পবিত্রের হরণ
আর সহ্য করতে হবে তোমাকে? কেন?
তুমি তো দুধের মতোই পবিত্র ছিলে-
দই রূপী পুরুষের ছোঁয়ায় ই তো তুমি নষ্টা হলে
তুমি যদি নষ্টা হও
সেই কারক তো আগে থেকেই নষ্টা
যার কারণে তুমি নষ্টা।
তাহলে পুরুষ কেন নষ্টা হবেনা?
তাই বলি
নষ্টায় করেছে নষ্টা তুমি কেন ভুগবে লাঞ্ছনা
এর চেয়ে অধিক নষ্টা পুরুষ কেন মানছ না।
(এটি কোন নির্দিষ্ট ব্যক্তি কে উদ্দেশ্য করে লেখা নয় বা কোন সাইড টেনে পক্ষপাত হিসবেও নয়। শুধু নারীকেই সমাজ লাঞ্ছনা দেয় অমান্য করে এমনকি গ্রহণ পর্যন্ত করেনা অথচ পুরুষ কিন্তু অন্তত গ্রহণ হয় সমাজে। তায় এই লেখা। এর পরেও যদি কেউ এই লেখায় ব্যথা পান তাহলে আমি ক্ষমা প্রার্থী। তবে হে যদি আপত্তি থাকে তাহলে ভুল ধরে দেওয়ার বাসনা রাখছি। তাতে আমি কৃতজ্ঞ থাকবো)