কোথায় ছিলে তুমি সেদিন
যেদিন শুকিয়ে বিশুষ্ক হয়ে
তোমার অপেক্ষায় অহর্নিশি গুনছিলাম দিন
ব্যর্থ আশায় কাটিয়েছি দিবস রজনী?
তখন তো তুমি আসোনি প্রাণ দিতে!
কোথায় ছিলে তুমি সেদিন
যেদিন একটু সপ্রাণ পরশের লাগি
দিন কে করেছি রাত রাতকে ভোর দিনের আশায়?
বুক ফাটিয়ে ধুলোয় লুটিয়ে
একটুখানি বৃষ্টি উদ্বুদ্ধ পরাভূত করার আশায়
পা মস্তক এক করে হৃদয় ছেড়ে
জোড়ে আর্তনাদ করে ছিলাম যেদিন
কেউ ছিলনা শুষ্ক বুক সিক্ত করার!
কোথায় ছিলে তুমি? সেদিন?
সেদিন দেখা মিলেনি তুমার
আজ মেঘ ভেঙেছে বলে
তুমি এসেছ বুঝি- বৃষ্টি!
কিন্তু আমি আজ আছি যে মহাসমুদ্রে-
পেছন পানে নদীতে যেতে মন চায় না আর
তুমি ফিরে যাও বৃষ্টি! ফিরে যাও!
কথা দিলাম
যদি রোদের প্রখরে বাষ্প হই
চলে যাব তুমার পদে তব রূপে
মেঘ ভাঙবে আমিও পড়বো
সেদিন তুমার আর অপেক্ষা করতে হবে না
প্রিয় বৃষ্টি...